টোকেন মানি ছাড়া জিপি-রবিতে প্রশাসক নিয়োগ

১৭ অক্টোবর, ২০১৯ ০৭:৫৪  
বকেয়া পরিশোধে দুই অপারেটর জিপি ও রবি’র টালবাহানা আর বরদাস্ত করতে রাজি নয় সরকার। শিগগিরি বকেয়ার একটা অংশ ‘টোকেন অ্যামাউন্ট’ হিসেবে না দিলে আগামী মাসেই প্রতিষ্ঠান দুটিতে প্রশাসক নিয়োগ করা হতে পারে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে সম্মতিও দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সম্মতির চিঠিটি বিটিআরসিতে যেতে পারে বলে জানা গেছে। প্রশাসক বসানোর এই নীতিগত সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধে অপরেটর দুটির ভূমিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, সর্বশেষ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের উদ্যোগের বৈঠকে চূড়ান্ত করা হয়েছিলো যে, গ্রামীণফোন ২০০ কোটি আর রবি ৫০ কোটি টাকা টোকেন মানি হিসেবে দেবে। এটি যদি দেয়া হয় তাহলে দুই পক্ষে অডিটর ডেকে নেগোশিয়েশনে যাওয়া হবে। এখন পর্যন্ত তারা এটা করেনি। তারা কোনো কথাই মানবে না, এটা তো হতে পারে না। সব উদ্যোগই যদি ব্যর্থ হয় তাহলে এখন প্রশাসক বসানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তিনি আরে বলেন, তবে হ্যা, এরমধ্যেও যদি তারা টাকা দেয় তাহলে প্রশাসক বসবে না। বল এখন তাদের কোর্টে। তারা কী করবে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।